Last Updated: April 22, 2013 16:40

এবারের আইপিএলে এমন বেশ কিছু ক্রিকেটার খেলছেন, যারা তাঁর দলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। মুম্বই ইন্ডিয়ন্সে যেমন রিকি পন্টিং, শাহরুখ খানের দলে তেমন ইউসুফ পাঠান, দিল্লির কাছে সেটা বোলার ইরফান পাঠান, পুণের রস টেলর।
এঁরা দলের কাছে ক্রমশ বোঝা হয়ে উঠছেন। সংসারে যেমন মাতাল বেকার স্বামীর অবস্থা হয়, তেমনই এঁদের অবস্থাটাও তাই। বলুন তো এখন এঁদের কী করা উচিত। লিখুন আপনার মন্তব্য
First Published: Monday, April 22, 2013, 16:40