Last Updated: Monday, April 22, 2013, 16:40
এবারের আইপিএলে এমন বেশ কিছু ক্রিকেটার খেলছেন, যারা তাঁর দলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। মুম্বই ইন্ডিয়ন্সে যেমন রিকি পন্টিং, শাহরুখ খানের দলে তেমন ইউসুফ পাঠান, দিল্লির কাছে সেটা বোলার ইরফান পাঠান, পুণের রস টেলর।