Last Updated: February 11, 2014 21:10

বুধবার বেঙ্গালুরুতে হবে আইপিএল সাতের নিলাম। নিলামে উঠবেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়। ২৭৪.৫০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। মুদগল কমিটির বিস্ফোরক রিপোর্টের মধ্যেই বুধবার বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল সাতের নিলাম। নিলামে উঠবেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়। যাদের মধ্যে ২১৯জন ক্রিকেটার ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
২৯২ জন আনক্যাপড ক্রিকেটারকেও নিলামে তোলা হবে। মনে করা হচ্ছে এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি চাহিদা হবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের। অলরাউন্ডার জ্যাক কালিস,সেওযাগ,যুবরাজ,পিটারসনকে নিয়ে আগ্রহ তুঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলিতে। নিলামে সবমিলিয়ে ২৭৪.৫০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। একমাত্র গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস তাদের পাঁচজন করে ক্রিটারকে ধরে রেখেছে।
First Published: Tuesday, February 11, 2014, 21:12