Last Updated: Tuesday, February 11, 2014, 21:10
বুধবার বেঙ্গালুরুতে হবে আইপিএল সাতের নিলাম। নিলামে উঠবেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়। ২৭৪.৫০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। মুদগল কমিটির বিস্ফোরক রিপোর্টের মধ্যেই বুধবার বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল সাতের নিলাম। নিলামে উঠবেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়। যাদের মধ্যে ২১৯জন ক্রিকেটার ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।