Last Updated: June 10, 2013 20:20

আইপিএল ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন বিশ্বকাপজয়ী এস শ্রীসন্থ, অঙ্কিত চৌহান সহ তিন ক্রিকেটার। শ্রীসন্থদের পাশাপাশি এই কাণ্ডে গ্রেফতার হওয়া আরও ১৬ জন বুকিকেও জামিন দিল দিল্লির ট্রায়াল কোর্ট। জামিন পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শ্রীসন্থের বন্ধু বুকি জিজুও। অর্থাত্ পুরো ঘটনায় মোট ১৯জনকে জামিন দিল আদালত।
মঙ্গলবার তিহার জেল থেকে ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত শ্রীসন্থ সহ আরও ১৬ জনকে ছাড়া হবে। শ্রীসন্থদের জামিন পাওয়ার কারণ একটাই। তাঁদের বিরুদ্ধে এমন কিছু পর্মাণ মেলেনি যাতে তারা জামিন পাবেন না।
First Published: Monday, June 10, 2013, 20:20