Ankeet Chavan and 17 - Latest News on Ankeet Chavan and 17| Breaking News in Bengali on 24ghanta.com
ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন শ্রীসন্থ, অঙ্কিত সহ ১৯ জন

ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন শ্রীসন্থ, অঙ্কিত সহ ১৯ জন

Last Updated: Monday, June 10, 2013, 20:20

আইপিএল ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন বিশ্বকাপজয়ী এস শ্রীসন্থ, অঙ্কিত চৌহান সহ তিন ক্রিকেটার। শ্রীসন্থদের পাশাপাশি এই কাণ্ডে গ্রেফতার হওয়া আরও ১৬ জন বুকিকেও জামিন দিল দিল্লির ট্রায়াল কোর্ট। জামিন পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শ্রীসন্থের বন্ধু বুকি জিজুও। অর্থাত্‍ পুরো ঘটনায় মোট ১৯জনকে জামিন দিল আদালত।