জ্যান্ত কাঁকড়া বিছের নেশায় বাঁচেন ইরাকি চাষী

জ্যান্ত কাঁকড়া বিছের নেশায় বাঁচেন ইরাকি চাষী

জ্যান্ত কাঁকড়া বিছের নেশায় বাঁচেন ইরাকি চাষী যদি মারতে না পারো, তবে খেয়ে ফেল! এমনই মনে করেন ইরাকের বছর চৌত্রিশের এক চাষী। গত ১৫ বছর ধরে জ্যান্ত কাঁকড়া বিছে খেয়ে বেঁচে আছেন তিনি। আর এখন তো এটাই তার একমাত্র নেশা!

ইরাকের সামারার বাসিন্দা ইসমাইল জসিম মহম্মদ। জানালেন প্রতিদিন ক্ষেতে কাঁকড়া বিছে মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তাই শেষেমেষ ঠিক করেন না মেরে জ্যান্ত ধরে পেটেই পুরে ফেলবেন। পনেরো বছর ধরে খেতে খেতে এখন এমনই অবস্থা যে না খেয়ে থাকতেই পারেন না। টানা তিন দিন একটাও বিছে যদি তাঁর পেটে না পড়ে, তাহলেই অসুস্থ হয়ে পড়েন ইসমাইল।

First Published: Friday, May 31, 2013, 19:23


comments powered by Disqus