Last Updated: Thursday, March 7, 2013, 10:35
উত্পাদন খরচ বেড়েছে, বেড়েছে ফলনও। কিন্তু, দাম বাড়েনি। ফলে চরম সমস্যায় বর্ধমান জেলার আলু চাষীরা। গত কয়েক বছরে লাগামছাড়া হারে বেড়েছে রাসয়নিক সারের দাম। দাম বেড়েছে ডিজেল এবং বিদুতেরও। ফলে একধাপে অনেকটাই বেড়ে গেছে আলুর উত্পাদন খরচ।