Last Updated: March 24, 2012 20:16

ভারত অধিনায়ক কিছু না বললেও শোনা যাচ্ছে স্ত্রী সাক্ষী সন্তানসম্ভবা বলেই তিনি তাঁকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে এসেছেন। শনিবার সাক্ষীদের আলিপুরের বাড়িতে তাঁর জন্য এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনির বাবা-মাও।
শুক্রবার সস্ত্রীক ধোনি কলকাতায় আসেন। শহরের একটি পাঁচতারা হোটেলে তিনি এবং সাক্ষী ছিলেন। শনিবার সকালে তাঁরা সাক্ষীর বাড়িতে যান।
First Published: Saturday, March 24, 2012, 20:16