Last Updated: Friday, May 24, 2013, 17:50
একদিকে দলের মালিক, অন্যদিকে নিজের স্ত্রী। স্পট ফিক্সিং কাণ্ড মহেন্দ্র সিং ধোনিকেও কখন যেন অজান্তেই চাপের রাজ্যে নিয়ে গেছে। সেই চাপের রাজ্যে থেকেই আইপিএলের ফাইনাল খেলতে সস্ত্রীক কলকাতায় এসে পৌঁছলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। দল অসধারণ খেলে ফাইনালে উঠলেও স্পট ফিক্সিং কাণ্ড ধোনিকে খোঁচা দিচ্ছে। চেন্নাই সুপার কিংসের মালিক মায়াপন্ন গ্রেফতার হওয়ার মুখে। সাক্ষীর বিন্দু যোগ নিয়েও বেশ জলঘোলা হচ্ছে। তাই অজান্তেই ফিক্সিংয়ের কালো মেঘে ঢুকে পড়া ধোনিকে নিয়ে একটা অন্য ধরনের উত্সাহ চলছে।