Last Updated: September 28, 2011 16:55

সন্ত্রাসে দায়ী আইএসআই, অভিযোগ প্রধানমন্ত্রীর
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুললেন মনমোহন সিং। আমেরিকা সফর শেষে দিল্লি ফেরার পথে বিশেষ বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কথা অনেকদিন ধরেই বলে আসছে ভারত। শেষপর্যন্ত বিশ্ব সেটা বুঝতে পারায় তিনি খুশি।
সম্প্রতি মার্কিন সেনাকর্তা অ্যাডমিরাল মাইক ম্যুলেন প্রকাশ্যে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সক্রিয় তালিবান নেতা সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে আইএসআই-এর যোগাযোগের
অভিযোগ এনেছিলেন। মার্কিন জয়েন্ট চিফ অপ স্টাফ`স কমিটির চেয়ারম্যানের এই মন্তব্যের প্রতিবাদে আমেরিকা সফররত পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারকে দেশে ফিরে আসার নির্দেশ
দেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। কিন্তু ইসলামাবাদের এই উষ্মাকে অগ্রাহ্য করে মার্কিন সেনেটের আর্মস সার্ভিস কমিটির বৈঠকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভের অধিবেশনে ইসলামাবাদকে যাবতীয় অর্থসাহায্য বন্ধ করার জন্য পেশ হয় প্রস্তাব।
আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে এবার গিলানি সরকারের উপর চাপ বাড়াতে চেয়েছেন মনমাহন সিং। জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর কাবুলের
মার্কিন দূতাবাসে হামলাকারী হাক্কানি গোষ্ঠী এর আগে একাধিকবার আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে আঘাত হেনেছে। সে সময় হাক্কানি নেটওয়ার্কের আইএসআই কানেকশনের
কথাও প্রকাশ্যে জানিয়েছে ভারত। এবার সেই অভিযোগ আন্তর্জাতিক মহলের মান্যতা পাওয়ায় তিনি খুশি।
First Published: Wednesday, September 28, 2011, 16:55