সন্ত্রাসে দায়ী আইএসআ - Latest News on সন্ত্রাসে দায়ী আইএসআ| Breaking News in Bengali on 24ghanta.com
সন্ত্রাসে দায়ী আইএসআই, অভিযোগ প্রধানমন্ত্রীর

সন্ত্রাসে দায়ী আইএসআই, অভিযোগ প্রধানমন্ত্রীর

Last Updated: Wednesday, September 28, 2011, 16:55

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুললেন মনমোহন সিং। আমেরিকা সফর শেষে দিল্লি ফেরার পথে বিশেষ বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কথা অনেকদিন ধরেই বলে আসছে ভারত। শেষপর্যন্ত বিশ্ব সেটা বুঝতে পারায় তিনি খুশি।