Last Updated: February 6, 2014 20:16

ইশরাত জাহান ভুয়োএনকাউন্টার মামলায় ৩ ইন্টালিজেন্স ব্যুরো অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। তবে চার্জশিটে নাম নেই গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অমিত শাহর। নাম রয়েছে ইন্টালিজেন্স ব্যুরো অফিসার রাজেন্দ্র কুমার, স্পেশাল ডিরেক্টর রাজিন্দর কুমার ছাড়াও অন্য তিন অফিসার পি মিত্তল, এমকে সিনহা ও রাজীব ওয়াংখেড়ের।
ভারতীয় দণ্ডবিধির ১ ২০ -বি(অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় তাদের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। ১ ৪ জুন, ২০০ ০ ৪ অন্যান্য অপরাধীদের অস্ত্র সরবরাহের অপরাধে রাজিন্দর কুমারের বিরুদ্ধে অস্ত্র আইনেও অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে কুমার(ইন্টালিজেন্স ব্যুরোর তত্কালীন জয়েন্ট ডিরেক্টর) গুজরাত পুলিসের জি সিংঘলের হাতে তুলে দেন। সিংঘল নিজামুদ্দিন সইদের হাত দিয়ে তরুণ বারোতের কাছে অস্ত্র পাঠিয়েছিলেন। সেই অস্ত্রই ভুয়ো ষড়যন্ত্রের সময় ব্যবহার করা হয়েছিল।
এ দিন আমেদাবাদ বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে।
First Published: Thursday, February 6, 2014, 20:16