Last Updated: Tuesday, February 11, 2014, 15:07
ইসরত জাহান ভুয়ো এনকাউন্টার মামলায় সিবিআই-এর অভিযোগ উড়িয়ে দিলেন প্রাক্তন আইবি অফিসার রাজেন্দ্র কুমার। ইসরাত ও তাঁর সঙ্গীরা সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিল দাবি করে নিজের অবস্থানে স্থির রয়েছেন তিনি। কুমার দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁর বিরুদ্ধে মামলা আদালতে টিকবে না। কথা প্রসঙ্গে কুমার জানান, ২০০৪ সালের এনকাউন্টারে কোনওরকম অপরাধ করা হয়নি। পুলিসি এনকাউন্টারেই ইসরাত ও তাঁর তিন সঙ্গী মারা যায়।