Last Updated: April 3, 2014 12:00

নির্বাচনকে বিরক্তিকর সার্কাস বললেন সোনম কাপুর। কার জন্য, কীসের জন্য ভোট দেবেন সরাসরি সেই প্রশ্নও তুললেন এই বলিউডি সুন্দরী। লোকসভা নির্বাচন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। দেশে নয়া সরকারের আশায় অনেকেই বোতাম টেপার অপেক্ষায়। আর ঠিক এই সময়ই চির বিতর্কিত কিন্তু চির বাস্তব কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুললেন অনিল কাপুর তনয়া।
``কাকে ভোট দেব? কার হয়ে গলা ফাটাব? পুরোটাই একটা বিরক্তিকর সার্কাসে পরিণত হয়েছে। রাজনীতির জগতে নোংরা লড়াই চলছে। এখানে আর বিন্দুমাত্র মর্যাদা অবশিষ্ট নেই।`` একটি সাক্ষাৎকারে এমনই চাঁচাছোলা ভাষায় দেশের বর্তমান রাজনীতি ও নির্বাচন প্রকিয়াকে আক্রমণ করলেন সোনম।
নির্বাচনের পর দেশে মহিলাদের সমমর্যাদার জন্য লড়াই ও নিরাপত্তাহীনতার চিত্রটা বদলাবে কী না জানতে চাওয়া হলে সোনম মন্তব্য করেছেন ``মহিলাদের নিজেদের সচেতন হতে হবে, অধিকার বুঝে নিতে হবে। কেউই তাদের হাতে নিজে থেকে ক্ষমতা তুলে দিতে আসবে না।``
পরিবর্তনের দরকার হলে আগে নিজেদের পরিবর্তিত হবে বলে মনে করেন টিনসেল টাউনের এই হিরোইন।
এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লক্ষ। তাঁদের মধ্যে অনেকেই হয়ত ভাবছেন নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে। কিন্তু তাদের সঙ্গে মোটেই একমত নন সোনম। বলিউডে ঠোঁটকাটা হিসেবে সুপ্রসিদ্ধ সোনমের মতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিচার করলেও দেশের বর্তমান পরিস্থিতি তাঁকে রাজনীতি সম্পর্কে নিরাশাবাদী করে তুলেছে।
তবে রুপোলী পর্দার নয়া প্রজন্মের এই স্টাইল আইকন আশা করেছেন বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করলে হয়ত দেশে খুব ধীর গতিতে হলেও একদিন পরিবর্তন আসবে।
First Published: Thursday, April 3, 2014, 12:00