Last Updated: Monday, March 24, 2014, 19:25
রাজনীতির ময়দান এখন বেশ জাঁকজমকপূর্ণ। গ্ল্যামারস পলিটিক্সে এবার যোগ হতে পারেন নতুন মুখ। মুম্বয়ের নতুন প্রজন্মের ফ্যাশনিস্তা সোনম কপূর। এতদিন যদি দর্শক ভেবে থাকেন শুধুমাত্র স্টাইল আইকন হয়েই থাকতে চান সোনম, তবে এবারে ভুল ভাঙতে চলেছে তাঁদের। কফি উইথ করণের সেটে পাওয়া গেল এক অন্য সোনমকে।