৩৯-এই যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ

৩৯-এই যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ

৩৯-এই যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ `৪০ পেরলোই চালসে`-এর খবর কবেই তো দিয়েছেন নগর কবিয়াল। কিন্ত নয়া সমীক্ষা বলছে ৪০ ছোঁয়ার মুখে অল্প বয়সী মেয়েদের কাছে যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ। ৩৯ পা দিলেই প্রেমিক নয় পুরুষদের পিতৃতুল্য হিসাবে গণ্য করেন মেয়েরা। ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ৩৯-৪০ বছরের পুরুষদের যৌন আবেদন তুলনামূলক কম বয়সী মেয়েদের কাছে প্রায় অদৃশ্য হয়ে যায়। তবে সবটাই যে শুধুমাত্র বয়েসের জন্য হয় তা নয়। ৪০ ছোঁয়ার আগেই অধিকাংশ পুরুষের চুলে রুপোলী আলোর আভাস, ভুঁড়ি আর গলায় মাংসল খাঁজ, এবং মাথায় টাকের আভাস বিপরীত লিঙ্গের কাছে যৌন আবেদন হারিয়ে ফেলার অন্যতম প্রধান কারণ।

ম্যানচেস্টার-এর ক্রাউন ক্লিনিকের করা একটি গবেষনায় এটা প্রমাণিত বিপরীত লিঙ্গ ৪০-এ পা দেওয়া পুরুষদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। প্রতি ১০ জনের মধ্যে ৬ জন মহিলাই জানিয়েছেন এই বয়সী পুরুষরা তাদের বয়স নিয়ে এতটাই সতর্ক হয়ে পড়েন যে তার চক্করে নিজেদের আকর্ষণই হারিয়ে ফেলেন। সারা পৃথিবীতে এই বয়সী পুরুষরাই সর্বাধিক hair transplant করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন।

First Published: Saturday, July 12, 2014, 09:32


comments powered by Disqus