middle age - Latest News on middle age| Breaking News in Bengali on 24ghanta.com
৩৯-এই যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ

৩৯-এই যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ

Last Updated: Saturday, July 12, 2014, 09:32

`৪০ পেরলোই চালসে`-এর খবর কবেই তো দিয়েছেন নগর কবিয়াল। কিন্ত নয়া সমীক্ষা বলছে ৪০ ছোঁয়ার মুখে অল্প বয়সী মেয়েদের কাছে যৌন আবেদন হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ। ৩৯ পা দিলেই প্রেমিক নয় পুরুষদের পিতৃতুল্য হিসাবে গণ্য করেন মেয়েরা। ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ৩৯-৪০ বছরের পুরুষদের যৌন আবেদন তুলনামূলক কম বয়সী মেয়েদের কাছে প্রায় অদৃশ্য হয়ে যায়। তবে সবটাই যে শুধুমাত্র বয়েসের জন্য হয় তা নয়। ৪০ ছোঁয়ার আগেই অধিকাংশ পুরুষের চুলে রুপোলী আলোর আভাস, ভুঁড়ি আর গলায় মাংসল খাঁজ, এবং মাথায় টাকের আভাস বিপরীত লিঙ্গের কাছে যৌন আবেদন হারিয়ে ফেলার অন্যতম প্রধান কারণ।