Last Updated: August 29, 2013 12:00

অধ্যক্ষ নিগ্রহের প্রতিবাদে কালো ব্যাজ করে কলেজে এলেন ইটাহারের মেঘনাদ সাহা কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা কলেজে না পৌঁছনোয় আজ নির্ধারিত পরীক্ষা নিতে চাননি অধ্যাপক অধ্যাপিকারা। কিন্তু পরীক্ষার্থী এবং স্থানীয় টিএমসিপি নেতৃত্বের অনুরোধে পরে পরীক্ষা নিতে রাজি হন তাঁরা।
তবে পরীক্ষা নিতে রাজি হলেও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা না আসা পর্যন্ত পরীক্ষাকক্ষে গার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। পরীক্ষা থাকায় আজ মেঘনাদ সাহা কলেজে বিশাল পুলিস বাহিনী মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, পরীক্ষায় নকল ধরায় কলেজে ভাঙচুর, অধ্যক্ষ-অধ্যাপিকাদের মারধরের অভিযোগ৷ অভিযোগের তির সেই তৃণমূলের দিকে৷ ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহার মেঘনাদ সাহা কলেজ৷
কলেজে সমাজতত্ত্ব প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে৷ কলেজের অধ্যক্ষ স্বপ্না মুখোপাধ্যায়ের অভিযোগ, পরীক্ষাতে নকল করতে গিয়ে ধরা পড়েন এক পরীক্ষার্থী৷ যিনি সম্পর্কে তৃণমূলের টিকিটে জেতা জেলা পরিষদ সদস্যের স্ত্রী৷ অধ্যক্ষের দাবি, তিনি ওই পরীক্ষার্থীকে নকল করার সময় পাকড়াও করেন৷ এটাই অধ্যক্ষের অপরাধ৷ অভিযোগ, এরপরই কলেজে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে বহিরাগত দুষ্কৃতীরা৷ অধ্যক্ষ-অধ্যাপকদের মারধর করা হয় বলেও অভিযোগ৷ অভিযোগের আঙুল তৃণমূল জেলা পরিষদ সদস্য তথা যুব তৃণমূলের জেলা সভাপতি গৌতম পালের অনুগামীদের দিকে৷
First Published: Thursday, August 29, 2013, 12:00