Last Updated: Thursday, August 29, 2013, 22:15
পরীক্ষা হলে কোনও গার্ড নেই। ইটাহারের মেঘনাদ সাহা কলেজে চলছিল অবাধে টোকাটুকি। হঠাত্ই হলে ঢুকে পড়েন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। নকলে বাধা দেন তিনি। তেড়ে আসে এক পরীক্ষার্থী। হুমকিও দেয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।