Italian man gets 6-month sentence over noisy sex claims

যৌনমিলনের সময় অতিরিক্ত আওয়াজ করায় ১ ব্যক্তির জেল হল ইতালিতে

সঙ্গিনীর সঙ্গে যৌনমিলনের সময় শিতকার, কাতরতায় বেকাবু হয়ে পড়ায় জেলে যেতে হল এক ব্যক্তিকে। এমনই সাজা শুনিয়েছে ইতালির একটি আদালত। যৌনমিলনের সময় ইতালির এক ব্যক্তির প্রতিবেশিদের অভিযোগ, পাড়া কাঁপানো চিৎকারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাঁরা। বান্ধবীর সঙ্গে মিলনের মুহুর্তে ওই ব্যক্তি এমন ভাবে চেঁচামিচি জুরে দেন যাতে শান্তি নষ্ঠ হয় আবাসনের অন্যদের। ব্যাস... মামালা ঠুকে দেওয়া হল ব্যক্তিটির বিরুদ্ধে।

৪২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। শুনানির সময় আসামী আদালতের সমক্ষে বলেছেন, যৌন মিলনে `ভাল` পারফর্ম করা সত্ত্বেও তাঁকে জেলে যেতে হল। বিপক্ষের আইনজীবীদের যুক্তি ছিল, যৌনমিলনের সময় তিনি `অতি উৎসাহী` হতেই পারেন। কিন্তু এক্ষেত্রে তাঁর চিৎকার এলাকাবাসীর ত্রাসের কারণ হয়ে দাঁরিয়েছিল। তাঁই এই অপরাধের সাজা হাজতবাসই হওয়া উচিত।

তাঁকে দোষী করেছেন বিচারক। ছ`মাসের হাজত বাসের সাজা শোনানো হয়েছে তাঁকে।

source: New York Daily News


First Published: Saturday, April 12, 2014, 14:27


comments powered by Disqus