Last Updated: Saturday, April 12, 2014, 14:27
সঙ্গিনীর সঙ্গে যৌনমিলনের সময় শিতকার, কাতরতায় বেকাবু হয়ে পড়ায় জেলে যেতে হল এক ব্যক্তিকে। এমনই সাজা শুনিয়েছে ইতালির একটি আদালত। যৌনমিলনের সময় ইতালির এক ব্যক্তির প্রতিবেশিদের অভিযোগ, পাড়া কাঁপানো চিৎকারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাঁরা। বান্ধবীর সঙ্গে মিলনের মুহুর্তে ওই ব্যক্তি এমন ভাবে চেঁচামিচি জুরে দেন যাতে শান্তি নষ্ঠ হয় আবাসনের অন্যদের। ব্যাস... মামালা ঠুকে দেওয়া হল ব্যক্তিটির বিরুদ্ধে।