Last Updated: April 16, 2013 16:43

নাবিককাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) হাতে তুলে দেওয়ার বিরধিতা করল ইতালি। সে দেশের প্রশাসনের উদ্বেগের কারণ ঠিক কোথায়? এনআইএ সামুদ্রিক জলদস্যুতা ও সন্ত্রাস দমনে পারদর্শী। এই ধরণের অপরাধের ক্ষেত্রে এন আই এর তদন্তে অনেক অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার নজির রয়েছে।
দুই ইতালীয় নাবিকদের হাতে ভারতীয় মৎস্যজীবী হত্যার ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সুপ্রিম কোর্টের বিচারে এই ঘটনায় তদন্ত করার এক্তিয়ার কেরালা সরকারের নেই। তার জেরেই এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে গোড়া থেকে সমস্ত ঘটনা খতিয়ে দেখবে এনআইএ। দুই ইতালীয় নাবিক মেসিমিলিয়ানো লাতোরে ও সালভাতোরে গিরনির বিরুদ্ধে প্রথমিক তদন্তে কেরালা প্রশাসন যে যে তথ্য পেয়েছিল, তার সাহায্যও এনআইএ নেবে বলে জানা গিয়েছে।
First Published: Tuesday, April 16, 2013, 16:43