Last Updated: Tuesday, April 16, 2013, 16:43
নাবিককাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) হাতে তুলে দেওয়ার বিরধিতা করল ইতালি। সে দেশের প্রশাসনের উদ্বেগের কারণ ঠিক কোথায়? এনআইএ সামুদ্রিক জলদস্যুতা ও সন্ত্রাস দমনে পারদর্শী। এই ধরণের অপরাধের ক্ষেত্রে এন আই এর তদন্তে অনেক অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার নজির রয়েছে।