Last Updated: June 25, 2012 09:43

ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছল ইতালি। কিয়েভে শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় আজুরিরা। টাইব্রেকারে ইতালির পক্ষে খেলার ফল ৪-২। নির্ধারিত সময় তো বটেই অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি। তবে ম্যাচের অধিকাংশ সময়ে প্রাধান্য ছিল ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি বিশ্ব খেতাবের মালিক (৪টি) ইতালিরই। শেষপর্যন্ত ম্যাচের মীমাংসা হয় টাইব্রেকারে। টাইব্রেকারের শুরুতে অবশ্য অ্যাডভান্টেজ ছিল ইংল্যান্ডেরই। ইতালির মন্টেলিভো পেনাল্টি শট বাইরে মারেন। তবে সেই অ্যাডভান্টেজ ধরে রাখতে পারেননি রুনিরা। প্রথমে অ্যাসলে ইয়ং পোস্টে মারেন। পরে অ্যাসলে কোলের শট বাঁচান বুঁফো। দিয়ামান্টি গোল করে ইতালিকে সেমিফাইনালে জায়গা করে দেন। প্রসঙ্গত, ১৯৯০ সালের পর থেকে টাইব্রেকারে ৭ বারের মধ্যে ৬ বারই হারল ইংল্যান্ড। সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ইতালি।
First Published: Monday, June 25, 2012, 09:43