4th quarter final - Latest News on 4th quarter final| Breaking News in Bengali on 24ghanta.com
টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ইতালি

টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ইতালি

Last Updated: Monday, June 25, 2012, 09:43

ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছল ইতালি। কিয়েভে শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় আজুরিরা। টাইব্রেকারে ইতালির পক্ষে খেলার ফল ৪-২। নির্ধারিত সময় তো বটেই অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি।