Last Updated: June 14, 2012 23:42

স্পেনের পর ক্রোয়েশিয়ার কাছেও আটকে গেল ইতালি। গ্রুপ সি-র ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে খেলা শেষ করল আজুরিরা। ম্যাচের শুরুর থেকেই আক্রমণের ঝড় তোলে ইতালি। ৩৯ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন পির্লো।
দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ঝাঁপায়ে ক্রোয়েশিয়া। কয়েকটি সুযোগ কাজে না লাগাতে পারলেও ম্যাচের বাহাত্তর মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মানজুকিচ। পরপর দুম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে বেশ খানিকটা পিছিয়ে পড়ল ইতালি।
First Published: Thursday, June 14, 2012, 23:46