ইতালি-কোস্টারিকা ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে

ইতালি-কোস্টারিকা ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে

ইতালি-কোস্টারিকা ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে কোস্টারিকার মুখোমুখি ইতালি। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে রয়েছে আজুরিরা। অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে চমক দিয়েছে কোস্টারিকা। প্রথম ম্যাচে জয়ী দুই দলের ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। রেসিফেতে ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে নটায়।

শুক্রবার গ্রুপ অফ ডেথের ম্যাচে মুখোমুখি ইতালি ও কোস্টারিকা। প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে শুরু করেছে দুই দল। উরুগুয়েকে প্রথম ম্যাচে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে কোস্টারিকা। তাই শুক্রবারের ম্যাচের আগে সাবধানী ইতালি শিবির। এই ম্যাচে পয়েন্ট পাওয়া মানে নক আউট পর্বে ওঠার দিকে অনেকটা এগিয়ে যাওয়া। তাই তিন পয়েন্টে লক্ষ্যে রেকিফেতে নামছে দুই দেশ। ইংল্যান্ডকে হারালেও এই ম্যাচে আজুরি দলে পরিবর্তন হতে পারে। চোট সারিয়ে আগের থেকে অনেকটা ফিট অধিনায়ক বুঁফো। এই ম্যাচে মাঠে নামতে পারেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। বুঁফো ছাড়াও ডি সিগলিও ও ডি রসির ফটনেস দেখেই প্রথম একাদশ গড়বেন কোচ সিজার প্রান্ডেলি। তবে এই ম্যাচেও ইতালির ভরসা আন্দ্রে পিরলো ও ম্যারিও বালোতেলি। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে কখনও দুটো পরপর ম্যাচ জেতেনি কোস্টারিকা। পরিসংখ্যান বদলে আরও অঘটন ঘটাতে চাইছে এই দেশটি। উরুগুয়ের বিরুদ্ধে দলকে জিতিয়ে রীতিমত নায়ক হয়ে উঠেছেন জোল ক্যাম্বেল। সঙ্গে প্লেমেকার হিসেবে রয়েছেন ব্রায়ান রুইজ। তবে পিরলোদের নজর ক্যাম্বেলের দিকে। গত বছর কনফেডারেশন কাপে রেকিফের মাঠে জাপানকে কষ্ট করে জিততে হয়েছিল প্রান্দেলির দলকে। তাই রক্ষণ সামলে আকরমণে যাওয়াই লক্ষ্য চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক ফুটবলে এর আগে মাত্র একবারের সাক্ষাতে কোস্টারিকাকে হারিয়েছে ইতালি।

First Published: Friday, June 20, 2014, 11:21


comments powered by Disqus