Last Updated: Sunday, June 29, 2014, 13:43
রবিবার গভীর রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা বনাম গ্রিসের লড়াই। অঘটন ঘটিয়ে নক আউটে জায়গা পাকা করেছে কোস্টারিকা। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় লড়াই জিতে শেষ ষোলোয় গ্রিস। সাম্বার দেশে বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ কোস্টারিকা। গ্রুপ অফ ডেথ থেকে ইতালি, ইংল্যান্ডকে পিছনে ফেলে নক আউটে জায়গা করে নিয়েছে লুই পিন্টোর দল। অঘটন ঘটিয়ে আরও কিছুটা এগোনোই লক্ষ্য কস্টারিকার। রবিবার রাতে পিন্টোর দলের প্রতিপক্ষ গ্রিস।