Last Updated: November 10, 2011 17:36

আবু ধাবিতে একেবারেই অন্য ভুমিকায়, অন্য গতিতে দেখা গেল তীব্র বেগে ছুটতে অভ্যস্ত ফর্মূলা ওয়ান রেসারদের। হাতে স্টিয়ারিং ছিল না। ফুটবল পায়ে একটা চ্যারিটি ম্যাচে মাঠে নেমে পড়েছিলেন তাঁরা। ফর্মুলা ওয়ান অলস্টার দলের অধিনায়ক ছিলেন ফিলিপে মাসা। প্রতিপক্ষ টিম ছিল আমিরশাহির চ্যারিটি একাদশ। অল স্টার টিমের কোচ ছিলেন ইতালির প্রাক্তন কোচ মার্সেলো লিপ্পি। ট্র্যাকে সম্প্রতি বারবার হ্যামিল্টনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ালেও মাঠে অবশ্য শান্তই ছিলেন মাসা।
First Published: Thursday, November 10, 2011, 17:36