Last Updated: Sunday, October 28, 2012, 17:58
ধুমধাম করে হয়ে গেল ভারতে ফর্মুলা ওয়ানের দ্বিতীয় আসরটা। বিশ্বের সবচেয়ে দ্রুততম এই লড়াই নিশ্চয় টিভিতে দেখলেন। অন্তত একটা দিন ধোনি, কোহলিদের দূরে সরিয়ে রেখে আমাদের ঘরের ছেল হয়ে উঠল ভেটেল, আলান্সোরা। আসুন এবার একনজরে দেখে নেওয়া যাক ফর্মুলা ওয়ান সংসারের হাল হকিকত।