Last Updated: January 28, 2014 16:44

নির্বিঘ্নেই ভোট হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সায়েন্স, আর্টস ও ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে একইসঙ্গে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে আর্টসে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এবার লড়াই ত্রিমুখী। ছাত্র সংসদ দখলের লড়াই এসএফআই, টিএমসিপি এবং ফ্যাসের বিরুদ্ধে।
ইঞ্জিনিয়ারিং বিভাগে লড়াই এসেফআই ও ফেটসুর বিরুদ্ধে। বেলা এগারোটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নৈশবিভাগের কথা মাথায় রেখে ভোট চলবে সন্ধে সাতটা পর্যন্ত। নির্বাচনে অশান্তি এড়াতে যাদবপুর এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিস নেই। যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসেও চলছে ভোটগ্রহণ।
First Published: Tuesday, January 28, 2014, 16:44