Last Updated: Saturday, February 9, 2013, 13:50
কথায় বলে ভালবাসার শুরুটা নাকি উদর তৃপ্তি দিয়েই হয়। তাই চকলেটডেতেও আপনার কাছের মানুষটির জন্য মন খুশ করতে তৈরি করে ফেলুন গরমাগরম মোকা ফন্ডে। প্রেম পুরনো হোক বা নতুন, এক কাপ মোকা ফন্ডে এই মন কেমন করা বসন্ত সন্ধেতে আপনাদের জীবনে উষ্ণতার পরশ নিয়ে আসবেই।