Last Updated: December 24, 2013 19:30
শিক্ষাঙ্গনে রাজনীতির পরিধি বিতর্কসভার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তা কখনোই ধ্বংসাত্মক হওয়া উচিত নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েও একথা বললেন রাজ্যপাল এম কে নারায়ণন। ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ হওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি।
গবেষণার কাজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেছেন রাজ্যপাল। বিদেশ থেকে অধ্যাপকদের এনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও পঠনপাঠনের উন্নতির ক্ষেত্রে চেষ্টা করতে পারেন বলে মত প্রকাশ করেছেন রাজ্যপাল।
শিক্ষাঙ্গনে রাজনীতি শিক্ষার পরিবেষকে প্রভাবিত করে। আর তা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে নৈরাজ্যের ঘটনায় প্রকাশ্যেও সমালোচনা করেছেন তিনি।
First Published: Tuesday, December 24, 2013, 19:30