Last Updated: Wednesday, June 25, 2014, 23:21
এক মা চোখের সামনে দেখেছেন কর্মক্ষম তিন ছেলের ক্ষতবিক্ষত, নিথর শরীর। আরেক মা দেখেছেন তৃণমূলের দুই কর্মীর তোলা চেয়ে লাগাতার হুমকিতে মানসিক বিপর্যস্ত ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে। লাভপুরের জারিনা বিবি ও হাওড়ার ব্রিজ লজের মালিক সুমিত নাহার মা মঞ্জু নাহা। সন্তানহারা দুই মায়ের যন্ত্রণা, মিশে গেছে এক জায়গায়। দুজনেই সুবিচারের আশায় দিন গুনছেন। জারিনা বিবি ও মঞ্জু নাহা। দুই মা ই আজ সন্তানহারা।