সাংসদ পদ থেকে পদত্যাগ জগনের

সাংসদ পদ থেকে পদত্যাগ জগনের

সাংসদ পদ থেকে পদত্যাগ জগনের কংগ্রেসকে জবাব জগনের। অন্ধ্র ভাগ নিয়ে ওঠা ঝড়ে নিতুন করে ফুঁ দিলেন ওয়াই এস আর প্রধান। শনিবার লোকসাভার সদস্যপদ ত্যাগ করলেন জগনমোহন রেড্ডি। বিদ্রহী, মা ওয়াই এস বিজয়াও। নিজের বধায়ক পদ ফিরিয়ে দিয়েছেন ওয়াইএসআরসি প্রধান।

যদিও দুর্নীতির দায়ে জগনমোহন এখন জেলে রয়েছেন। এ দিন দলের সাংসদ মেকাপাতি রাজামোহন রেড্ডি সাংবাদিকদের জানান, ``জেল কতৃপক্ষের হাত দিয়ে জগন তাঁর পদত্যাগপত্র লোকসভা অধ্যক্ষকে পাঠিয়ে দিয়েছেন।"

হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অপরাধে ৪০ বছের ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির হাজত বাস হয়েছে। ২০১২সালের ২৮ মে থেকে তাঁর ঠিকানা চঞ্চলগুডা জেল।

মেকাপতি এও জানিয়েছেন, বিজয়া তাঁর পদত্যাগ পত্র ফ্যাক্স করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে। ১৭ জন বিধায়ক আর ২টি সাংসদ পদ ওয়াই এস আর কংগ্রেসের। ৩০ জুলাই তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার দু`দিন আগেই বিধানসভা থেকে বেড়িয়ে আসেন ১৬ জন।

মেকাপতি পদত্যাগী হয়েছেন আজ ৫ দিন হয়ে গেল। আর আজ সম্পর্কছেদের বিত্ত সম্পূর্ণ করলেন জগন ও তাঁর মা বিজয়া।

First Published: Saturday, August 10, 2013, 20:03


comments powered by Disqus