Last Updated: Saturday, August 10, 2013, 20:03
কংগ্রেসকে জবাব জগনের। অন্ধ্র ভাগ নিয়ে ওঠা ঝড়ে নিতুন করে ফুঁ দিলেন ওয়াই এস আর প্রধান। শনিবার লোকসাভার সদস্যপদ ত্যাগ করলেন জগনমোহন রেড্ডি। বিদ্রহী, মা ওয়াই এস বিজয়াও। নিজের বধায়ক পদ ফিরিয়ে দিয়েছেন ওয়াইএসআরসি প্রধান।