Last Updated: April 2, 2012 16:21

ওসামা বিন লাদেনের ৩ স্ত্রী ও ২ কন্যা সন্তানকে দেড় মাসের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। সূত্রে খবর, পাকিস্তানে বেআইনি ভাবে বসবাসের অপরাধে লাদেনের স্ত্রী ও সন্তানদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, নিহত আল কায়েদা সুপ্রিমো`র স্ত্রী ও সন্তানদের পূণর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্যও পাক সরকারকে নির্দেশ দিয়েছে পাক আদালত। লাদেনের এক শ্যালক জাকারিয়া আহমেদ আবদাল আল ফাতাহ জানিয়েছেন, দেড় মাস কারাদণ্ড ছাড়াও ১০,০০০ টাকা জরিমানাও ধার্য করেছেন বিচারক। গত বছর ২ মে একটি গোপন অভিযান চালিয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন ফৌজ।
First Published: Monday, April 2, 2012, 16:21