``স্বপ্ন দেখার সাহস কর``

``স্বপ্ন দেখার সাহস কর``

``স্বপ্ন দেখার সাহস কর``আজ থেকে জয়পুর সংস্কৃতি আর সাহিত্যের মিলনক্ষেত্র। কিছু মুসলমান উগ্রপন্থী গোষ্ঠীর হুমকিকে অগ্রাহ্য করে রাজস্থানের রাজধানীতে শুরু হল ``জয়পুর সাহিত্য উৎসব-২০১৩``। আজ থেকে আগামী ৫দিন জয়পুরে সাহিত্য জগতের সেরাদের সমাগম। ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী বিশিষ্ট সাহিত্যিক মহেশ্বেতা দেবীর ভাষণ ``ওহ টু লিভ এগেইন`` দিয়ে শুরু হল এই উৎসব। মহাশ্বেতা দেবী তাঁর বক্তব্যে জানালেন স্বপ্ন দেখা সব মানুষের মৌলিক অধিকার। স্বপ্নের অধিকারে তাঁর লড়াই জারি থাকবে।

গোলাপী শহরের ডিগি প্যালেস লনে শুরু হল এই বছরের জয়পুর সাহিত্য উৎসব। ``সাহিত্যে বুদ্ধের প্রভাব`` এবারের উৎসবের অন্যতম আলোচ্য বিষয়। বৌদ্ধধর্মের প্রধান দলাই লামাও এই উৎসবে অংশগ্রহণ করতে আসছেন।








First Published: Thursday, January 24, 2013, 12:25


comments powered by Disqus