Last Updated: Thursday, January 24, 2013, 12:25
আজ থেকে জয়পুর সংস্কৃতি আর সাহিত্যের মিলনক্ষেত্র। কিছু মুসলমান উগ্রপন্থী গোষ্ঠীর হুমকিকে অগ্রাহ্য করে রাজস্থানের রাজধানীতে শুরু হল ``জয়পুর সাহিত্য উৎসব-২০১৩``। আজ থেকে আগামী ৫দিন জয়পুরে সাহিত্য জগতের সেরাদের সমাগম। ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী বিশিষ্ট সাহিত্যিক মহেশ্বেতা দেবীর ভাষণ ``ওহ টু লিভ এগেইন`` দিয়ে শুরু হল এই উৎসব। মহাশ্বেতা দেবী তাঁর বক্তব্যে জানালেন স্বপ্ন দেখা সব মানুষের মৌলিক অধিকার। স্বপ্নের অধিকারে তাঁর লড়াই জারি থাকবে।