Last Updated: September 24, 2013 13:43

ফের বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সেনা প্রধানের। জম্মু কাশ্মীরে শান্তি বজায় রাখতে মন্ত্রীদের সেনাবাহিনী টাকা দেয় বলে দাবি করেছেন ভি কে সিং। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে প্রাক্তন জেনারেলকে অভিযুক্ত মন্ত্রীদের নাম দিতে বলেছেন। যদিও সিংয়ের এই দাবি মানতে চাননি জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশানল কনফারেন্স।
ফারুক আবদুল্লা বলেন, "জেনারেল সিং বিস্ফোরক মন্তব্য করেছেন। এটার তদন্ত করা দরকার। কোন কাজের জন্য কোন মন্ত্রীদের সেনা টাকা দিয়েছে?" দাবি তুলেছেন সিবিআই তদন্তের। সোমবার জেনারেল সিং মন্তব্য করেন, মন্ত্রীদের সেনার তরফে টাকা দেওয়া কোনও নতুন বিষয় নয়। সম্প্রিতি রক্ষার্থে রাজ্যের মন্ত্রীদের টাকার বিনিময়েই সমাবেশে আনা হত বলে জানিয়েছেন ভি কে সিং।
First Published: Tuesday, September 24, 2013, 13:43