Last Updated: Tuesday, September 24, 2013, 13:43
ফের বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সেনা প্রধানের। জম্মু কাশ্মীরে শান্তি বজায় রাখতে মন্ত্রীদের সেনাবাহিনী টাকা দেয় বলে দাবি করেছেন ভি কে সিং। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে প্রাক্তন জেনারেলকে অভিযুক্ত মন্ত্রীদের নাম দিতে বলেছেন। যদিও সিংয়ের এই দাবি মানতে চাননি জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশানল কনফারেন্স।