মনোনয়ন জমা দিলেন জসবন্ত সিং

মনোনয়ন জমা দিলেন জসবন্ত সিং

মনোনয়ন জমা দিলেন জসবন্ত সিং উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন এনডিএ এর প্রার্থী জসবন্ত সিং। লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে শুক্রবার মনোনয়ন পত্র জমা দেন তিনি। বিজেপির শীর্ষ নেতারা ছাড়াও সেখানে  উপস্থিত ছিলেন এনডিএ-এর আহ্বায়ক শরদ যাদব।

রাষ্ট্রপতি নির্বাচনের মতোই, উপরাষ্ট্রপতি নির্বাচনেও ইউপিএকে ওয়াকওভার দিতে নারাজ বিজেপি। ১৬ জুলাই, এনডিএ-র বৈঠকে সর্বসম্মতভাবে জসবন্ত সিংকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার লোকসভার সেক্রেটারি জেনারেল টিকে বিশ্বনাথনের কাছে মনোনয়ন পত্র পেশ করেন জসবন্ত সিং। বিশ্বনাথন উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন। মনোনয়ন পত্র জমা দিয়ে জসবন্ত জানিয়েছেন, উপরাষ্ট্রপতি পদে লড়াই করাটা তাঁর কাছে সম্মানের বিষয়। বিজেপি শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শাসক দলকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার প্রয়োজন ছিল।

First Published: Friday, July 20, 2012, 23:29


comments powered by Disqus