সবাইকে কাঁদিয়ে চলে গেলন হাসির রাজা জসপাল ভাট্টি

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হাসির রাজা জসপাল ভাট্টি

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হাসির রাজা জসপাল ভাট্টিবিখ্যাত হাস্যকৌতুক অভিনেতা জসপল ভাট্টি চলে গেলেন। বৃহস্পতিবার একটি গাছের সঙ্গে তাঁর গাড়ির সঙ্গে একটি গাছের আকস্মিক সংঘর্ষে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে ৫৭ বছর বয়সী এই অভিনেতার। তাঁর সঙ্গেই ওই গাড়িতে ছিলেন জসপল পুত্র জসরাজ আর ভাট্টির আসন্ন ছবির অভিনেতা সুরিল গৌতম। তিনজন ভাটিন্ডা থেকে জলন্ধর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সুরিল ও জসরাজকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৮০ থেকে ৯০- দশকে ভারতীয় টেলিভিশন জগতে `কমেডি` সিরিয়ালকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন এই অভিনেতা। তাঁর `ফ্লপ শো`, `উলটা পুলটা`-র মত টেলি সিরিয়াল গুলিতে ব্যাঙ্গের ছলে আসলে তদানীন্তন ভারতের `আম আদমি`-র দৈনন্দিন জীবনের জ্যান্ত ছবি ফুটে উঠেছে বারবার। হিন্দি ও গুরমুখী ভাষার বহু ছবিতেও সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আদতে ইঞ্জিনিয়র এই অভিনেতা অভিনয় শুরু করার আগে বিখ্যাত সংবাদপত্রের দফতরে কার্টুনিস্ট হিসাবে কাজ করতেন। তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন তথা সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে।






First Published: Thursday, October 25, 2012, 16:57


comments powered by Disqus