flop show - Latest News on flop show| Breaking News in Bengali on 24ghanta.com
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হাসির রাজা জসপাল ভাট্টি

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হাসির রাজা জসপাল ভাট্টি

Last Updated: Thursday, October 25, 2012, 10:30

বিখ্যাত হাস্যকৌতুক অভিনেতা জসপল ভাট্টি চলে গেলেন। বৃহস্পতিবার একটি গাছের সঙ্গে তাঁর গাড়ির সঙ্গে একটি গাছের আকস্মিক সংঘর্ষে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে ৫৭ বছর বয়সী এই অভিনেতার। তাঁর সঙ্গেই ওই গাড়িতে ছিলেন জসপল পুত্র জসরাজ আর ভাট্টির আসন্ন ছবির অভিনেতা সুরিল গৌতম। তিনজন ভাটিন্ডা থেকে জলন্ধর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সুরিল ও জসরাজকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।