Jaswant Singh likely to quit BJP tomorrow

সম্ভবত কালই বিজেপি ছাড়ছেন যশবন্ত, বারমের থেকেই নির্দল চিহ্নে লড়াইয়ের হুমকি

দল ছাড়ছেন যশবন্ত। কংগ্রেসে ভাঙন চওড়া হচ্ছে। ভোটের আগে বিজেপির ঘরেও অশান্তি কম নেই। নিজের পছন্দ মতো আসনে দাঁড়াতে না দেওয়ায় অসন্তুষ্ট প্রবীণ বিজেপি নেতা যশবন্ত সিং। সূত্রের খবর কালই দল ছাড়ছেন তিনি।

রাজস্থানের বারমের থেকে এবার ভোট লড়তে চেয়েছিলেন ৭৬ বছরের যশবন্ত। যুক্তি নিজের জন্মস্থান থেকে ২০১৪-র ভোট ভাগ্য পরখ করতে চান তিনি। বিজেপি যশবন্তের কথা শোনেনি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্ণেল সোনা রাম চৌধুরীকে বারমেরের টিকিট দিয়েছে বিজেপি।

নাম ঘোষণার পর কর্ণেল চৌধুরীর মত ছিল, যশবন্তকে বুঝিয়ে রাজি কারাবেন তাঁরা। কিন্তু গোঁ ধরে রেখছেন সিং। বারমের থেকেই নির্দল চিহ্ণে ভোট লড়ার হুমকি দিয়েছেন তিনি।

First Published: Saturday, March 22, 2014, 13:30


comments powered by Disqus