Last Updated: Sunday, December 8, 2013, 14:18
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবিতে হতাশ কংগ্রেস। যদিও এই ফলকে লোকসভা ভোটের প্রতিচ্ছবি মানতে রাজি নন কংগ্রেস নেতা রনদীপ সিং সুরজেওালা। রনদীপ বলেন, "ফলাফলে আমরা হতাশ। তবে রাজস্থান, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, দিল্লির ফলাফল থেকে লোকসভা ভোটের ফলাফলের কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। মনে রাখা উচিত এই পাঁচ রাজ্যের লোকসভায় মাত্র ৭৩টি আসনে রয়েছে।" চার রাজ্যের সঙ্গে এ দিন মিজোরামের আসন সংখ্যাও যোগ করেন রনদীপ।