Last Updated: December 30, 2013 10:28

হাওড়ার ছয় নম্বর ওয়ার্ডে কার্যত মহামারীর চেহারা নিয়েছে জনডিস। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় আড়াইশজন জনডিসে আক্রান্ত। যদিও জেলা স্বাস্থ্য দফতরের মতে সংখ্যাটা আশির কাছাকাছি। জেলা স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করা হবে। হাওড়া পুরসভায় ছয় নম্বর ওয়ার্ডের কৈবর্ত্য পাড়া লেন, ঘোষপাড়া লেনের প্রায় আড়াইশজন বাসিন্দা জনডিসে আক্রান্ত হয়েছেন। বলছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
জনডিস ছড়িয়ে পড়ায় আতঙ্কে বাসিন্দারা। উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে--
পুরসভার জল পান করতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের
রাস্তার কাটা ফল খেতেও বাসিন্দাদের নিষেধ করা হয়েছে
কিন্তু কীভাবে জনডিস ছড়াচ্ছে, তা নিয়ে উদ্বেগে পুরকর্তৃপক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতর।
ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতর এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রতিনিধিরা বাড়ি বাড়ি ঘুরে দেখেছেন। এলাকায় স্বাস্থ্য শিবির হয়েছে। আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।
First Published: Monday, December 30, 2013, 10:28