Epidemic - Latest News on Epidemic| Breaking News in Bengali on 24ghanta.com
হাওড়ায় ছয় নম্বর ওয়ার্ডে মহামারীর চেহারা নিয়েছে জনডিস

হাওড়ায় ছয় নম্বর ওয়ার্ডে মহামারীর চেহারা নিয়েছে জনডিস

Last Updated: Monday, December 30, 2013, 10:28

হাওড়ার ছয় নম্বর ওয়ার্ডে কার্যত মহামারীর চেহারা নিয়েছে জনডিস। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় আড়াইশজন জনডিসে আক্রান্ত। যদিও জেলা স্বাস্থ্য দফতরের মতে সংখ্যাটা আশির কাছাকাছি। জেলা স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করা হবে। হাওড়া পুরসভায় ছয় নম্বর ওয়ার্ডের কৈবর্ত্য পাড়া লেন, ঘোষপাড়া লেনের প্রায় আড়াইশজন বাসিন্দা জনডিসে আক্রান্ত হয়েছেন। বলছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।