বর্ষবরণের রাতে মদ্যপ জওয়ানের হাতে নিগৃহীতা ছাত্রী

বর্ষবরণের রাতে মদ্যপ জওয়ানের হাতে নিগৃহীতা ছাত্রী

বর্ষবরণের রাতে ফের শ্লীলতাহানির অভিযোগ শহর কলকাতায়। ফের কাঠগড়ায় এক সেনা জওয়ান। ৩১ ডিসেম্বর রাতে চৌরঙ্গিতে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গাড়ওয়াল রেজিমেন্টের এক জওয়ানের বিরুদ্ধে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বন্ধুদের সঙ্গে পার্কস্ট্রিট থেকে থিয়েটার রোডের দিকে আসছিলেন। রাস্তায় মদ্যপ অবস্থায় মুকেশ সিং নামে ওই জওয়ান তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযুক্ত জওযানকে গ্রেফতার করেছে শেক্সপীয়র সরণি থানার পুলিস।

কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ফের বর্ষবরণের রাতে চৌরঙ্গির মত জনবহুল এলাকায় শ্লীলতাহানির ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। মধ্যমগ্রামের ধর্ষিতার মৃত্যুর রাতেই ঘট

First Published: Wednesday, January 1, 2014, 23:53


comments powered by Disqus